চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

চট্টগ্রামে ভ্রাম্যমাণ আদালত, ৬ করাতকল মালিককে জরিমানা

কর্ণফুলী সংবাদদাতা

১৭ আগস্ট, ২০২২ | ৯:৩৫ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলীতে লাইসেন্স নবায়ন না করা ও কাঠ ক্রয়-বিক্রয়ের হিসাব সংরক্ষণ না করায় ৬ করাতকল মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে ৪৪ হাজার টাকা আদায় করা হয়।

বুধবার (১৭ আগস্ট) বিকালে উপজেলার শিকলবাহা চৌমুহনী ও চরপাথরঘাটা এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিযুষ কুমার চৌধুরী।

তিনি বলেন, খাজা টিম্বার এন্ড স মিল, মেসার্স শফি টিম্বার এন্ড স মিল, মেসার্স বদি আলম টিম্বার এন্ড স মিলকে ১০ হাজার টাকা করে, ওমর মক্কী টিম্বার এন্ড স মিলকে ৮ হাজার টাকা এবং মোহছেন আউলিয়া টিম্বার এন্ড স মিল ও কর্ণফুলী টিম্বার এন্ড স মিলকে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ সময় চলাচলের রাস্তায় গাছের গুঁড়ি রাখায় তাদের সতর্ক করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

 

পূর্বকোণ/এএস/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট