চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

দোকানের মালামাল রাস্তায়, ১৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

১৭ আগস্ট, ২০২২ | ৯:০৬ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীতে ফুটপাত দখল করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করায় ১৩ প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাদের বেশিরভাগই দোকানের মালামাল সজিয়েছেন রাস্তা দখল করে।

বুধবার (১৭ আগস্ট) বিকেলে নগরীর কোতোয়ালী, বাকলিয়া, আন্দরকিল্লা ও মোমিন রোডের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, মালামাল দোকানে না রেখে এক দোকানি দখল করেছেন প্রতিষ্ঠানের সামনের রাস্তা। অভিযান চালিয়ে তাকেসহ কোতোয়ালী ও বাকলিয়া এলাকার ১৩ ব্যক্তিকে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন বলেন, কোতোয়ালীর ফিরিঙ্গীবাজার এলাকা ও বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু সড়কের উভয় পার্শ্বের অবস্থাও একই। ফুটপাত ও রাস্তার অংশ দখল করে পুরাতন লোহার মালামাল ও নির্মাণ সামগ্রী রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিলেন অনেক দোকানি। অভিযানে ৭ ব্যক্তিকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে ফুটপাত ও রাস্তার অংশ অবৈধ দখলমুক্ত করা হয়।

 

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট