চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ৮ দোকানকে লক্ষাধিক টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

১৭ আগস্ট, ২০২২ | ৮:৪৪ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে আট দোকানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া পচা ও মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষণ, নর্দমার পাশে রান্নাঘর স্থাপন, পোড়া তেল ব্যবহার এবং অবৈধ সিলিন্ডার মজুদ ও বিক্রির দায়ে জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (১৭ আগস্ট) উপজেলার পৌরসভা জলদি, টাইম বাজার, চাম্বল ও পুঁইছড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান চৌধুরী।
তিনি বলেন, হোটেল-রেস্তোরাঁর নিবন্ধন, খাবারের গুণগতমান ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে অভিযানে আট দোকানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, রয়েল মালঞ্চ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা, নিউ সাফরান রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা, ইয়েলো ক্যাপসিকামকে ১৫ হাজার টাকা, আদিবা ভাতঘর অ্যান্ড বিরিয়ানি হাউসকে ২০ হাজার টাকা, ধানসিঁড়ি রেস্টুরেন্ট ও বিরিয়ানি হাউসকে ১৫ হাজার টাকা, বাবলা হোটেলকে ১৫ হাজার টাকা, কামাল হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ, বিক্রি, বিপণনের দায়ে তাসফিয়া ইলেকট্রনিকস থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

 

পূর্বকোণ/এএস/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট