১৭ আগস্ট, ২০২২ | ৫:৩৩ অপরাহ্ণ
কক্সবাজার সংবাদদাতা
কক্সবাজার শহরের বড় বাজার এলাকায় ডিম ও মুরগির দোকানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বেশি মূল্যে ডিম-মুরগি বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অর্থদণ্ডপ্রাপ্তরা হল- হোসাইন অ্যান্ড ব্রাদার্স, মেসার্স রহমান ট্রেডার্স, আরমান পোল্ট্রি ও হোসেন পোল্ট্রি।
বুধবার (১৭ আগস্ট) দুপুরে এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইমরান হোসাইন।
এ সময় বড় বাজার এলাকার বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করে ব্যবসায়ীদের পণ্য ক্রয়ের রশিদ সংরক্ষণ, ব্যবসায়ীদের মাঝে ভোক্তা অধিকার আইন সম্পর্কে প্রচারণা চালান মো. ইমরান হোসাইন।
অভিযানকালে ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে চলা, মূল্য বেশি না রাখা, অমুমোদন বিহীন পন্য বিক্রি না করার পরামর্শ দেওয়া হয়।
পূর্বকোণ/পিআর/এএইচ