চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

অধিক মূল্যে টিসিবির পণ্য বিক্রি, কক্সবাজারে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজার সংবাদদাতা

১৬ আগস্ট, ২০২২ | ৬:৪২ অপরাহ্ণ

কক্সবাজারের বড়বাজার এলাকায় অধিক মূল্যে টিসিবির পণ্য বিক্রির দায়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় হক এন্ড ব্রাদার্সকে ৫০ হাজার এবং মেসার্স উদয়ন ট্রেডার্সকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইমরান হোসাইন।

তিনি বলেন, কিছু দোকানে অবৈধভাবে টিসিবির পণ্য মজুদ, ঘষামাজা করে পূর্বমূল্য মুছে দেওয়া ও অধিক মূল্যে পণ্য বিক্রির অভিযোগে অভিযান চালানো হয়েছে। আমরা ঘটনাস্থলে অভিযোগের সত্যতা পেয়েছি। এ সময় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

পূর্বকোণ/এএস/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট