চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

শ্রীলঙ্কার কাছে ২৯ রানে হারল চট্টগ্রামের বাঁশখালী

নিজস্ব প্রতিবেদক

১৬ আগস্ট, ২০২২ | ৪:৩৯ অপরাহ্ণ

শ্রীলঙ্কা থেকে আগত ক্রিকেট দলের কাছে ২৯ রানে পরাজিত হয়েছে চট্টগ্রামের বাঁশখালী ক্রিকেট একাডেমি। সফরকারীদের দেওয়া ২৩৮ রানের জবাবে ২০৭ রানে থামে স্বাগতিকরা।

সোমবার (১৫ আগস্ট) সকাল ৯টায় বাঁশখালী ডিগ্রি কলেজ মাঠে প্রীতিম্যাচটি অনুষ্ঠিত হয়। এই ম্যাচের আয়োজন করে বাঁশখালী ক্রিকেট একাডেমি।

 

খেলায় টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাঁশখালী ক্রিকেট একাডেমি। ব্যাট করতে নেমে নির্ধারিত ২৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৮ রান সংগ্রহ করে শ্রীলঙ্কার ন্যাচারাব ক্রিকেট বিডি। জবাব দিতে নেমে বাঁশখালী ক্রিকেট একাডেমি ৭ উইকেট হারিয়ে ২০৮ রান সক্ষম হয়। ফলে ২৯ রানে পরাজিত হয় তারা। এ অলরাউন্ড নৈপুণ্য প্রদর্শন করে ম্যাচসেরা হন শ্রীলঙ্কা টিমের অধিনায়ক বিরাজ।

এ ম্যাচে শ্রীলঙ্কান দলে অংশ নেওয়া একাধিক খেলোয়াড় ২০১৬-১৭ সালে দেশটির অনুর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছিল।

প্রীতিম্যাচে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক ডা. আশিষ কুমার শীল। এ সময় উপস্থিত ছিলেন বাঁশখালী ক্রিকেট একাডেমির পরিচালক ও কোচ মোহাম্মদ এরশাদ।

 

পূর্বকোণ/এএস/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট