চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

হাজি মিন্নত আলী মুন্সি জামে মসজিদের উদ্বোধনে হাসান মাহমুদ

মানব সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনই মুমিনের একমাত্র লক্ষ্য

৪ মে, ২০১৯ | ২:১১ পূর্বাহ্ণ

চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতির সভাপতি ও কাশেম নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান হাসান মাহমুদ চৌধুরী বলেছেন, মুমিনের নামাজ, কোরবানিসহ জীবনের সকল কাজ আল্লাহর ওয়াস্তে হতে হবে। যারা প্রকৃত মুমিন তারাই আল্লাহর সন্তুষ্টি অর্জনকে একমাত্র লক্ষ্য হিসেবে গ্রহণ করে থাকে। মানব সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনই কাশেম নূর ফাউন্ডেশনের মূল লক্ষ্য। তিনি বলেন, আমার পরিবারের সদস্যসহ পিতা-মাতার ইছালে সাওয়াবের জন্য যা কিছু করা প্রয়োজন সবই করার জন্য আমরা প্রস্তুত। মসজিদের খেদমতের মাধ্যমে মুসল্লিদের দোয়া নিয়ে আমরা আরো এগিয়ে যাবে ইনশাল্লাহ।
গতকাল শুক্রবার জুমার নামাজের সময় চান্দগাঁও থানার শমসের পাড়া নবনির্মিত হাজী মিন্নত আলী মুন্সি জামে মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাসান মাহমুদ চৌধুরী উপরোক্ত কথা বলেন।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মনজুরুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমিতির সহ-সভাপতি আহসানুল করীম, ইউসুফ সিকদার, ইঞ্জিনিয়ার মো. ইসমাঈল। প্রধান ওয়ায়েজ ছিলেন জামেয়া সুন্নিয়া আলীয়া মাদরাসার উপাধ্যক্ষ ড. মাওলানা লিয়াকত আলী আল কাদেরী। অতিথি ছিলেন মসজিদ পরিচালনা কমিটির উপদেষ্টা আবু বক্কর ছিদ্দিক, ফজলে আহাদ, চন্দ্রিমা আবাসিকের সাধারণ সম্পাদক আবু তাহের, মাওলানা ওসমান, মাহবুবুল আলম, গাউসিয়া কমিটির সভাপতি মনছুর সিকদার প্রমুখ।
জুমার নামাজ শেষে হাজী মিন্নত আলী মুন্সি জামে মসজিদের উদ্বোধন করেন প্রধান অতিথি হাসান মাহমুদ চৌধুরী। ফলক উম্মোচন শেষে মসজিদের খতিব মোনাজাত পরিচালনা করেন। কাশেন নূর ফাউন্ডেশনের পৃষ্টপোষকতায় নির্মিত মসজিদটিতে প্রতিদিন হাজার হাজার মুসল্লি নামাজ আদায় করেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট