চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

জ্বালানির দাম বাড়ার পর বেড়ে গেছে সাইকেলের দামও

নিজস্ব প্রতিবেদক

১৬ আগস্ট, ২০২২ | ১১:৫৮ পূর্বাহ্ণ

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রভাব পড়েছে সাইকেলের বাজারেও। নগরীর নিউমার্কেট এলাকায় সাইকেলের সবচেয়ে প্রাচীন বাজারে ৫০০-২০০০ টাকা পর্যন্ত বেড়েছে প্রতিটি সাইকেলের দাম। সংশ্লিষ্টরা বলছেন-অকটেনের দাম লিটারপ্রতি একলাফে ৪৬ টাকা বাড়ানোর পর মোটরসাইকেল চালকরা বাইসাকেলের দিকে ঝুঁকতে পারেন-এমন সম্ভাবনা থেকে প্রায় সব কোম্পানি দাম বাড়িয়েছে। তবে দাম বাড়লেও বিক্রি বাড়েনি। ক্রেতারা দরদাম-দেখাদেখিতেই সময় পার করছেন।

ব্যবসায়ীরা জানিয়েছেন- বাজারে দূরন্ত, মেঘনা, ফনিক্স, হিরোসহ বেশ কয়েকটি ব্রান্ডের সাইকেল রয়েছে। এরমধ্যে ১২ ইঞ্চির সাইকেল কোম্পানিভেদে ৫০০০-৫৫০০, ১৬ ইঞ্চির সাইকেল কোম্পানিভেদে ৫৫০০-৬০০০, ২০ ইঞ্চির সাইকেল কোম্পানিভেদে ৬০০০-৬৫০০, ২৪ ইঞ্চির সাইকেল কোম্পানিভেদে ৬০০০-৬৫০০, ২৬ ইঞ্চির সাইকেল কোম্পানিভেদে ৭৫০০-২৭০০০ টাকায় বিক্রি হচ্ছে। জ্বালানি তেলের দাম বাড়ানোর আগে প্রতিটি সাইকেলের দাম ৫০০-২০০০ টাকা পর্যন্ত কম ছিলো।

নিউমার্কেট এলাকার নিউ আলী সাইকেলের মালিক মো. হানিফ পূর্বকোণকে জানান, জ্বালানির দাম বাড়ানোর পর সাইকেলের দাম বেড়ে গেছে। দাম বাড়ার কারণ হিসেবে এই ব্যবসায়ী জানান, সাইকেল কোম্পানি এবং আমদানিকারকরা হয়ত ভেবেছেন- অকটেনের দাম বাড়ায় মোটরসাইকেল ছেড়ে তরুণরা সাইকেলে ঝুঁকবেন, চাহিদা বেড়ে যাবে- এই কারণে তারা দাম বাড়িয়ে দিয়েছেন। তবে বাস্তবতা ভিন্ন। বিক্রি বাড়েনি। যারা আসছেন তারা দেখাদেখিতেই সময় পার করছেন।

পুরাতন নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি সলিমউল্লাহ বাচ্চু পূর্বকোণকে বলেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর পর দেশের বিভিন্ন এলাকায় সাইকেলের বিক্রি বাড়লেও চট্টগ্রামে এখনও বাড়েনি। তিনি বলেন, ডলার এবং জাহাজভাড়া ভাড়ায় সাইকেলের দাম বাড়িয়েছেন আমদানিকারকরা। এই কারণে আমাদের এখানেও সাইকেলের দাম বেড়েছে।

 

পূর্বকোণ/আর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট