১৫ আগস্ট, ২০২২ | ১১:৫৭ অপরাহ্ণ
রাউজান সংবাদদাতা
চট্টগ্রামের রাউজানে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বিদ্যুৎ অপচয় করে রাত ৮টার পর দোকান খোলায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৫ আগস্ট) রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত উপজেলা সদরের জলিলনগর, মুন্সিরঘাটা ও মাস্টার দা সূর্যসেন গেট এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) মো. রিদুয়ানুল ইসলাম। পূর্বকোণকে তিনি বলেন, সরকারের নির্দেশ ছিল রাত ৮টার পর বিদ্যুৎ সাশ্রয় করতে দোকানপাট বন্ধ রাখতে হবে। কিন্তু সরকারি এই নিষেধাজ্ঞা অমান্য করেই উপজেলার বেশিরভাগ স্থানে খোলা ছিল দোকান। যে কারণে অভিযান চালিয়ে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পূর্বকোণ/জাহেদ/মামুন/পারভেজ