চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

কাপ্তাইয়ে উদ্ধার হওয়া তক্ষক ও ময়না পাখি অবমুক্ত

কাপ্তাই সংবাদদাতা

১৩ আগস্ট, ২০২২ | ৮:২৪ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে উদ্ধার হওয়া তক্ষক ও ময়না পাখি কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়েছে।

শুক্রবার (১২ আগস্ট) সকাল ৯টায় তক্ষক ও একজোড়া ময়নাপাখি সেখানে অবমুক্ত করা হয়।

এসময় কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন, বনপ্রহরী আক্তার আলম, আবু বক্কর, জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।

এরআগে গত বৃহস্পতিবার কাপ্তাই থেকে পাচারের উদ্দেশ্যে চট্টগ্রাম নেয়ার পথে সেনাবাহিনীর সহযোগিতায় দুই পাচারকারীসহ আটক করা হয় একটি তক্তক ও দুটি ময়না পাখি। যা চট্টগ্রামে নিয়ে বিক্রি করার উদ্দেশ্য ছিল তাদের।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহামুদুল হক মুরাদ জানান, এ নিয়ে পাচারকালীন ৪টি ময়না পাখি ও ২৫০ গ্রাম ওজনের একটি তক্ষক উদ্বার করে কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, পাচারের অভিযোগে আটক দুই ব্যক্তির বিরুদ্ধে বন্যপ্রাণী আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের রাঙামাটি আদালতে সোপর্দ করা হয়েছে।

 

পূর্বকোণ/কবির/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট