চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সড়কে পশুর হাট

পাঁচ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৫ লাখ ২০ বাজার জরিমানা

নিজস্ব প্রতিবেদক

৭ আগস্ট, ২০১৯ | ২:১৪ পূর্বাহ্ণ

সড়কে অবৈধভাবে পশুর হাট বসানোর দায়ে পাঁচ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৫ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সিটি কর্পোরেশনের সিটি ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার এবং স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধভাবে কোরবানীর পশুরহাট বসানোর দায়ে পাহাড়তলী

থানাধীন কলেজ রোডে মো. খোকনকে ১ লাখ টাকা, গলাচিপা পাড়ার মো. কফিলকে ১ লাখ টাকা, একই এলাকার মো. পারভেজকে ১ লাখ টাকাসহ মোট ৫ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বুধবারের মধ্যে নিকটস্থ কোরবানীর পশুরহাটে গরু নিয়ে যাওয়ার জন্য তাদের কাছ থেকে অঙ্গীকারনামা নেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে চসিকের এস্টেটশাখাসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও নগর পুলিশ সহায়তা করেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট