চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

৮টার পর তবু খোলা দোকান, কর্ণফুলীতে ৮ জনকে জরিমানা

কর্ণফুলী সংবাদদাতা

১৩ আগস্ট, ২০২২ | ১১:৩৪ অপরাহ্ণ

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে তবুও রাত ৮টার পর খোলা থাকছে দোকান। অতিরিক্ত বিদ্যুৎ খরচ হয় এমন লাইটও জ্বলছে বেশিরভাগ দোকানে।

শনিবার (১৩ আগষ্ট) রাত ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত চট্টগ্রামের কর্ণফুলীতে অভিযান চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী। উপজেলার খোয়াজনগর কলেজরোড, মইজ্জারটেক, চরলক্ষ্যা খুইদ্দারটেক, ইছানগর বিফডিসি রোড এলাকায় অভিযানে দেখা যায় এমন চিত্র। তাই ৮ দোকানকে ২০ হাজার ৫০০ শত টাকা জরিমানা করেছেন তিনি।

ইউএনও পিযুষ কুমার চৌধুরী বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক বিদ্যুৎ সাশ্রয়ের জন্য রাত আটটার পর দোকান, শপিং মলসহ বিভিন্ন ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে বেশ কিছুদিন ধরে প্রচারণা চালানো হয়েছে। তারপরও ব্যবসায়ীরা রাত ৮টার পর দোকান খোলা রাখার কারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়।

 

পূর্বকোণ/নয়ন/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট