চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

নেই লাইসেন্স, পরিবেশও অপরিচ্ছন্ন: ৪ হোটেলকে জরিমানা

সীতাকুণ্ড সংবাদদাতা

১৩ আগস্ট, ২০২২ | ১১:৫৬ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে লাইসেন্স না থাকা ও অপরিচ্ছন্ন পরিবেশে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার দায়ে চার খাবার হোটেলকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১৩ আগস্ট) বিকাল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন।

যেসব খাবার দোকানকে জরিমানা করা হয়েছে তা হলো- সৌদিয়া হোটেল, রাজবাড়ী রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার, ভাই ভাই হোটেল এবং আল-আমিন রেস্তোরাঁ।

ইউএনও শাহাদাত হোসেন বলেন, লাইসেন্স না থাকা ও অপরিচ্ছন্ন পরিবেশে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করায় সৌদিয়া হোটেলকে ৫ হাজার টাকা, রাজবাড়ী রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টারকে ৫ হাজার টাকা, ভাই ভাই হোটেলকে ৩ হাজার টাকা এবং আল-আমিন রেস্তোরাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে অমলেন্দু সেন সুইটস এবং গোবিন্দ হোটেলের পরিবেশ ভালো থাকলেও আরো পরিচ্ছন্ন রাখার জন্য মৌখিক নির্দেশ দেন তিনি।

 

পূর্বকোণ/সৌমিত্র/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট