চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বাইশে শ্রাবণ উপলক্ষে প্রমার সংগীতানুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

৭ আগস্ট, ২০১৯ | ২:০৩ পূর্বাহ্ণ

যুগে যুগে রয়ে যাবে তাঁর নাম। যতদিন পৃথিবী থাকবে ততদিন তিনি বেঁচে থাকবেন তাঁর গান, কবিতা, গল্প উপন্যাসের মাধ্যমে মানুষের অন্তরে। তিনি আমাদের গর্ব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৮তম প্রয়াণ দিবস উপলক্ষে অনুষ্ঠানে প্রমার আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান এ কথা বলেন। গতকাল সন্ধ্যা ছয়টায় শিল্পকলা একাডেমিতে রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৮তম প্রয়াণ দিবস উপলক্ষে ‘প্রয়াণ দিনে প্রাণের সাধনা’ অনুষ্ঠানের আয়োজন করে প্রমা আবৃত্তি সংগঠন। প্রমার সভাপতি রাশেদ হাসানের সঞ্চালনায় শিল্পীদের সমবেত সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন রবীন্দ্র শিল্পী শ্রেয়সী রায় ও লাকী দাশ। পরে প্রমার শিল্পীরা একক ও দলীয় আবৃত্তি পরিবেশন করার মধ্যদিয়ে রবীন্দ্রনাথের ৭৮তম প্রয়াণ দিবস শেষ হয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট