চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

মহেশখালী উপকূলে ৭ মণ কাঁকড়া জব্দ, সাগরে অবমুক্ত

মহেশখালী সংবাদদাতা

১৩ আগস্ট, ২০২২ | ৯:১০ অপরাহ্ণ

কক্সবাজারের মহেশখালীতে শিকার নিষিদ্ধ ৭ মণ ছোট কাঁকড়া জব্দ করেছে বনবিভাগ। পরে তা সাগরে অবমুক্ত হয়েছে।

শনিবার (১৩ আগস্ট) সকাল ১০ টায় উপজেলার শাপলাপুর সড়কের চালিয়াতলী এস আলম কাউন্টার এলাকায় অভিযান চালিয়ে এসব কাঁকড়া জব্দ করে শাপলাপুর বনবিট ও দিনেশপুর বিট সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করেন শাপলাপুর বিট কর্মকর্তা রাজীব ইব্রাহিম। পূর্বকোণকে তিনি বলেছেন, মহেশখালী রেঞ্জ কর্মকর্তার নির্দেশে আজ শনিবার সকাল ১০ টায় এ অভিযান চালানো হয়। চালিয়াতলী এস আলম কাউন্টার এলাকা থেকে শিকার নিষিদ্ধ ৭ মন কাঁকড়া জব্দ করা হয়েছে। তবে কাঁকড়াগুলো পরিত্যক্ত অবস্থায় থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে তা মহেশখালী-শাপলাপুর জেমঘা নৌ চ্যানেলে স্থানীয়দের সামনে অবমুক্ত করা হয়েছে।

 

পূর্বকোণ/হোবাইব/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট