চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আন্তঃ ইস্পাহানী স্কুল বিতর্ক ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ চ্যাম্পিয়ন

৭ আগস্ট, ২০১৯ | ২:০২ পূর্বাহ্ণ

আন্তঃ ইস্পাহানী স্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০১৯ সম্প্রতি মির্জা আহমেদ ইস্পাহানী উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে অনু্ষ্িঠত হয়। দুইদিন ব্যাপী অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ইস্পাহানী শিল্পগোষ্ঠী পরিচালিত পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ‘বর্তমান শিক্ষা ব্যবস্থা আত্মিক নয়, আর্থিক উন্নয়ন করেছে’ বিষয়ের বিতর্কে ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ চ্যাম্পিয়ন হয়। শ্রেষ্ঠ বিতার্কিক হয় ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজের দশম শ্রেণীর ছাত্রী ফারিয়া সামান্তা আকবর। প্রতিযোগিতায় বিচারকম-লির সভাপতি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধাপক সঞ্জয় বিশ্বাস। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানান ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজের সদ্য বিদায়ী অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. মোসলেহ উদ্দিন ভূঞ্চা, নবাগত অধ্যক্ষ লেফটেনেন্ট কর্নেল (পিআরএল) মো. মঈনুল ইসলাম চৌধুরী, উপাধ্যক্ষ আহমেদ শাহীন আল রাজী, ডিবেট ক্লাব সভাপতি ও সহকারী অধ্যাপক মঈন উদ্দিন আহমদ, সহ-সভাপতি ও সিনিয়র শিক্ষক রেশমা আনোয়ার, সেক্রেটারি ও সিনিয়র শিক্ষক জুয়েল চৌধুরী, সদস্য ও সিনিয়র শিক্ষক মো. জাহাঙ্গীর আলম চৌং প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট