চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

নৌবাহিনীর অফিসার পরিচয়ে প্রতারণার দায়ে যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১২ আগস্ট, ২০২২ | ১০:৫৬ অপরাহ্ণ

নৌবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে মো. নূর মোহাম্মদ সাহেদ (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১২ আগস্ট) ভোরে নগরের হালিশহর থানার হালিশহর হাউজিং এস্টেট গোলন্দাজ রোড আর্টিলারি সেন্টার ব্রিজের সামনে আহসান মঞ্জিল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. নূর মোহাম্মদ সাহেদ ফেনী সদর থানার ১ নম্বর শর্শদি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মো. নুর নবীর ছেলে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা জানান, নৌবাহিনীর কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে মো. নূর মোহাম্মদ সাহেদকে গ্রেপ্তার করা হয়েছে। বাসা থেকে প্রতারণায় ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্রের মধ্যে নেভির ১টি (সাব-লেফটেন্যান্ট) ইউনিফর্ম, ১টি ক্যাপ, ১টি বেল্ট, ১টি ব্যাগ, ২টি অক্সফোর্ড জুতা, ২টি বুট জুতা, ৫টি নেমপ্লেট, ২টি মোবাইল, ২টি র‌্যাংক বেজ, ২টি রেড বেজ, বাদীর আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেডের আত্মসাৎকৃত ১টি চেক, ১টি ট্রেড লাইসেন্স, ১টি টিন সার্টিফিকেট, নগদ এক লাখ টাকা, ইসলামী ব্যাংক লিমিটেডের ১টি ভিসা কার্ড, ১টি এনআইডি কার্ড ইত্যাদি উদ্ধার করা হয়। তাকে  আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট