চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামের যে এলাকায় যেদিন বন্ধ থাকবে শিল্পকারখানা

নিজস্ব প্রতিবেদক

১২ আগস্ট, ২০২২ | ৬:৫৬ অপরাহ্ণ

পরিকল্পিত লোডশেডিংয়ের মধ্যেই শিল্প এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে চায় সরকার। এ কারণে একেক শিল্প এলাকায় একেক দিন কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিভিন্ন শিল্প এলাকার ছুটির তালিকা প্রকাশ করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে। আজ শুক্রবার থেকেই নতুন এ তালিকা অনুযায়ী শিল্পপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে।

গতকাল বৃহস্পতিবার এক প্রজ্ঞাপন জারি করে এটি জানানো হয়েছে। আজ থেকেই বিভিন্ন শিল্প এলাকার ছুটির নির্দেশ কার্যকর হবে। এর আগে ৭ আগস্ট ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করে ভিন্ন ভিন্ন দিনে ছুটির বিষয়ে প্রস্তাব করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। দেশের জ্বালানি পরিস্থিতি বিবেচনায় ব্যবসায়ীরাও সরকারি এ সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেন ওই বৈঠকে।

চট্টগ্রামের যে এলাকায় যেদিন বন্ধ থাকবে শিল্পকারখানা :

*শুক্রবারষোলশহর, কালুরঘাট, নাসিরাবাদ, পিরেরচর (বেজা)
*শনিবার মিরসরাই (বিএসআরএম)
*রবিবারফৌজদারহাট, বারোলিয়া, বারবকু-, নিজামপুর
*সোমবারমিরসরাই (একেএস), বাঁশখালী, জোড়ারগঞ্জ
*মঙ্গলবারমনছুরাবাদ, হালিশহর, পাহাড়তলী
*বুধবার বায়েজিদ, জালালাবাদ, খুলশী, চারিয়া, কর্ণফুলী
*বৃহস্পতিবারশিকলবাহা, শাহমিরপুর, পটিয়া, জুলদা

 

পূর্বকোণ/মামুন 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট