চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রবি -দৃষ্টি বিতর্ক প্রতিযোগিতার মিট দ্য টিচার্স শুরু হতে যাচ্ছে

৭ আগস্ট, ২০১৯ | ১:৫২ পূর্বাহ্ণ

বিতর্ক আয়োজন রবি-দৃষ্টি বিতর্ক প্রতিযোগিতা ২০১৯ শুরু হতে যাচ্ছে আগামী ২২ আগস্ট হতে। প্রস্তুতিমূলক আয়োজনের অংশ হিসেবে নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়ে গেল শিক্ষক ও আয়োজকদের এক মতবিনিময় সভা মিট দ্য টিচার্স। মতবিনিময় সভায় অতিথি ছিলেন দৃষ্টি চট্টগ্রামের উপদেষ্টা ও সানশাইন গ্রামার স্কুলের অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান, চসিক শিক্ষা স্ট্যান্ডিং কমিটির সভাপতি নাজমুল হক ডিউক ও রবি’র চট্টগ্রাম ডিভিশনের প্রধান ইফতেখারুল আলম। সানশাইন গ্রামার স্কুলের অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান তার বক্তব্যে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে গিয়ে বলেন, “তোমরা সবসময় ভালোর সাথে থাকবে, ভালো পথে চলবে। বর্তমান অবাধ তথ্যপ্রবাহের যুগে সত্য মিথ্যা যাচাইকরণ খুবই প্রয়োজনীয়, তাই তোমরা বিতর্কের মত সৃষ্টিশীল মাধ্যমের সাথে নিজেকে নিয়োজিত করবে। নাজমুল হক ডিউক বলেন, দীর্ঘদিন ধরে দৃষ্টি বিতর্ক নিয়ে কাজ করে যাচ্ছে এবং সুষ্ঠুভাবে করে যাচ্ছে, যেটি দৃষ্টির অধ্যবসায় ও সাফল্যের বহি:প্রকাশ করে। ইফতেখারুল ইসলাম তার বক্তব্যে বলেন, রবি এই আয়োজনের সাথে জড়িত আছে গত ১৩ বছর ধরে। এবং প্রতিবারই নতুন নতুন আঙ্গিকে এই আয়োজন হয়ে আসছে। রবি’র পক্ষ থেকে যদি আরো কিছু করা সম্ভব, সেটি অবশ্যই করবো আমরা। আমি এই আয়োজনের সফলতা কামনা করছি। মাসুদ বকুল তার বক্তব্যে দৃষ্টির কার্যক্রমের একটি রূপরেখা তুলে ধরেন। তিনি বলেন, “ দৃষ্টি তার সৃজনশীলতার ধারা অব্যাহত রাখার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে। আমরা মনে করি এই বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে আমরা একটি যুক্তিবাদী সমাজ তৈরী করার পথে একটি ছোট পদক্ষেপ নিলাম। দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন দৃষ্টির সিনিয়র সহ সভাপতি সাইফ চৌধুরী, সহ সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক সাবের শাহ, যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন মুন্না, সাংগঠনিক সম্পাদক ও অনুষ্ঠান সমন্বয়কারী কাজী আরফাত, যুগ্ম সমন্বয়কারী প্রিয়ম দাশ, সহ সম্পাদক মুন্না মজুমদার, রিদোয়ান আলম আদনান, সৌরভ নাথ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট