চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রাস্তা দখল করে গেট নির্মাণ, উচ্ছেদ করল চসিক

নিজস্ব প্রতিবেদক

১২ আগস্ট, ২০২২ | ১২:১১ পূর্বাহ্ণ

চান্দগাঁওয়ে চসিকের রাস্তা দখল করে নির্মাণ করা লোহার গেট দুটি উচ্ছেদ করা হয়েছে। এছাড়া ফুটপাত দখল করে ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলায় দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে অভিযান চালিয়ে গেট উচ্ছেদ ও ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

বিষয়টি নিশ্চিত করেছেন সিটি মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম।

পূর্বকোণকে তিনি বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) রাস্তা দখল করে নির্মাণ করা লোহার দুটি গেট উচ্ছেদ করা হয়েছে। একই অভিযানে জিইসি মোড় ও এশিয়ান হাইওয়ের দামপাড়া পর্যন্ত রাস্তার উভয় পাশের ফুটপাত থেকে প্রায় ১০টি দোকানের শেড ও বর্ধিত অংশ অপসারণ করা হয়। এছাড়া আগে নির্দেশনা দেওয়ার পরও দোকানের বর্ধিত অংশ অপসারণ না করায় জিইসি মোড় সেন্ট্রাল প্লাজার সেন্ট্রাল ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অবৈধভাবে রাস্তায় গাড়ি পার্কিং করার দায়ে এশিয়ান হাইওয়ে দামপাড়ার নাইট রাইডার মোটরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্বকোণ/মামুন/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট