চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

উন্নয়ন ফোরাম ও নাগরিক উদ্যোগের মতবিনিময়

জনস্বার্থ বিবেচনায় ‘চট্টগ্রাম উন্নয়নের রোডম্যাপ’ জরুরি

৭ আগস্ট, ২০১৯ | ১:৫২ পূর্বাহ্ণ

জনস্বার্থের অগ্রাধিকার বিবেচনার আলোকেই ‘চট্টগ্রাম উন্নয়নের রোডম্যাপ’ এর দাবি জানিয়েছে চট্টগ্রাম উন্নয়ন ফোরাম ও চট্টগ্রাম নাগরিক উদ্যোগ। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম উন্নয়ন ফোরামের চেয়ারম্যান প্রবাসী উন্নয়ন সংগঠক ব্যারিস্টার মনোয়াার হোসেন এবং চট্টগ্র্রম নাগরিক উদ্যোগের আহ্বায়ক পেশাজীবী নেতা রিয়াজ হায়দার চৌধুরীর মতবিনিময়ে উন্নয়ন ও সেবা খাতে সরকারের বিশাল কর্মউদ্যোগের টেকসই ও দুর্নীতিমুক্ত বাস্তবায়নে নাগরিক পর্যবেক্ষণের তাগিদও দেয়া হয়। ব্যারিস্টার মনোয়ার হোসেন বলেন, চট্টগ্রামের সমস্যাকে ‘আঞ্চলিক সমস্যা’ হিসেবে দেখা উচিত নয়। রিয়াজ হায়দার চৌধুরী বলেন, চট্টগ্রামের উন্নয়নে প্রধানমন্ত্রীর আন্তরিকতা ও উদারনৈতিক দৃষ্টির সুযোগে কেউ যদি উন্নয়নকে ভবিষ্যৎ ‘দুর্যোগের কারণ’ হিসেবে তৈরি করেন, তবে চট্টগ্রামবাসী তার জন্য ‘ঘৃণাস্তম্ভ’ তৈরি করবে। সভায় ঐক্যমত পোষণ করে তারা বলেন, দেশের অর্থনৈতিক গতি প্রবৃদ্ধির প্রাণকেন্দ্র হিসেবে চট্টগ্রামের জলজট ও যানজট নিরসনে সুফল পাবে সারাদেশ। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট