চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

পেকুয়ায় আগুনে পুড়লো দু’ভাইয়ের বসতঘর

চকরিয়া-পেকুয়া প্রতিনিধি

১১ আগস্ট, ২০২২ | ২:৩৪ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় আগুনে দুই ভাইয়ের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

বুধবার (১০ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের দিলজান পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বুধবার গভীররাতে আতিকুল ইসলাম ও মাদ্রাসা শিক্ষক জাহাঙ্গীর আলমের বাড়িতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে দুটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনায় অন্য ঘরগুলো রক্ষা পেয়েছে।

ক্ষতিগ্রস্ত আতিকুল ইসলাম বলেন, রাতে পরিবারের সবাই ঘুমিয়ে পড়ি। গভীররাতে হঠাৎ বাড়িতে আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে বড়ভাই জাহাঙ্গীর আলমের বাড়িতে। চোখের সামনে বাড়িগুলো পুড়ে ছাই হয়ে যায়। এতে নগদ টাকা, স্বর্ণালংকার, মালামালসহ দু’পরিবারের প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে মনে হচ্ছে। আমরা এখন নিঃস্ব হয়ে গেছি।

রাজাখালী ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুল বলেন, ‘পরিবার দুটি এখন নিঃস্ব। যতটুকু সম্ভব তাদের সহযোগিতা করা হবে।’

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট