চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে হেড মাঝিসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক

১০ আগস্ট, ২০২২ | ১০:৪৫ পূর্বাহ্ণ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে হেড মাঝিসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ আগস্ট) রাত পৌনে ১২টায় ক্যাম্প-১৫ এর দুর্গম পাহাড়ের ঢালে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ক্যাম্প-১৫ এর আব্দুর রহিমের ছেলে হেড মাঝি আবু তালেব (৪০) ও ইমাম হোসেনের ছেলে সাব ব্লক মাঝি সৈয়দ হোসেন (৩৫)।

বুধবার (১০ আগস্ট) ভোরে এ তথ্য নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন। তিনি বলেন, পূর্ব শত্রুতার জেরে ৮-১০ জন দুষ্কৃতিকারী ক্যাম্প-১৫ থেকে আনুমানিক ১৫০ ফুট উপরে দুর্গম পাহাড়ের ঢালে সৈয়দ হোসেন ও আবু তালেবকে গুলি করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে জামতলী এমএসএফ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ হোসেনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা দেন। গুরুতর আহত আবু তালেবকে আশঙ্কাজনক অবস্থায় কুতুপালং হাসপাতালে রেফার করেন চিকিৎসক। সেখানে তিনিও মারা যান। এ ব্যাপারে উখিয়া থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট