চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চেরাগিতে এবার ‘সেলুন পাঠাগার ‘

বিজ্ঞপ্তি

৮ আগস্ট, ২০২২ | ১১:৩৪ অপরাহ্ণ

নগরীর চেরাগিতে সেলুনে পাঠাগার খুলে সেলুনে আসা সেবাগ্রহীদের বই পড়ায় উদ্বুদ্ধ করছে। সোমবার ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র উদ্যোগে বুক সেলফ ও বই বিতরণ করা হয়। চেরাগী হেয়ার কাটিং সেলুনে গোলাম মাওলা জসিমের সার্বিক ব্যবস্থাপনায় এ কার্যক্রমের উদ্বোধন করেন সাংবাদিক ও নাট্যজন প্রদীপ দেওয়ানজী ।

এসময় তিনি বলেন, ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ এর এ উদ্যোগের ফলে মানুষের মধ্যে বই পড়ার আগ্রহ সৃষ্টি হবে। এটি নিঃসন্দেহে ভাল উদ্যোগ। আমি একে সাধুবাদ জানাই, আশা করি বিশ্বজুড়ে অচিরেই আলোড়ন সৃষ্টি করবে। 

উপস্থিত ছিলেন, জাহাঙ্গীর আলম, মোশারফ ভূঁইয়া পলাশ, সাংবাদিক ও সংগঠক আশিক আরেফিন, কবি ও আবৃত্তিশিল্পী হামিদা খাতুন পান্না, মঞ্চ শিল্পী সৌরভ প্রমুখ।

উল্লেখ্য, অবসরে বই পড়ুন’- এ স্লোগানকে সামনে রেখে ২০১৮ সালের ৩০ জুন গোলাম মাওলা জসিমের নিজ এলাকা নোয়াখালীতে রতনের সেলুনে বই ও আলমারি বিতরণের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট