চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

জন্মাষ্টমীর শোভাযাত্রায় আতশবাজি-পটকা ফুটানো যাবে না

নিজস্ব প্রতিবেদক

৮ আগস্ট, ২০২২ | ৭:৩৯ অপরাহ্ণ

চট্টগ্রামে জন্মাষ্টমীর শোভাযাত্রায় আতশবাজি, পটকা, ফুটানো থেকে বিরত থাকতে বলেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

সোমবার (৮ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের কনফারেন্স হলে আয়োজিত শ্রীকৃষ্ণের জন্মদিন ‘শুভ জন্মাষ্টমী’ ২০২২ উপলক্ষে আয়োজিত নিরাপত্তা সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়। সভায় শুভ জন্মাষ্টমী ২০২২ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে সরকারি বিভিন্ন দায়িত্বশীল সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পিআর) শাহাদাত হুসেন রাসেল বলেন, শুভ জন্মাষ্টমী উৎসব ২০২২ উপলক্ষে নিরাপত্তা পরামর্শ দেওয়া হয়েছে। সেগুলো হলো, জন্মাষ্টমী শোভাযাত্রা নির্দিষ্ট সময়ে শুরু এবং সমাপ্ত করা, শোভাযাত্রা চলাকালে মাঝপথে প্রবেশ নিয়ন্ত্রণ করা, জন্মাষ্টমী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের ব্যাগ/পোটলা বহন হতে রিরত থাকা, সন্দেহজনক কোন ব্যক্তি বা বস্তু দেখলে সাথে সাথে নিকটস্থ পুলিশকে অবহিত করা, র‌্যালি শুরুর প্রারম্ভে র‌্যালিতে অংশগ্রহণকারী ব্যক্তিগণের পরিচয় নিশ্চিত হয়ে র‌্যালির যাত্রা শুরু করা, জন্মাষ্টমী অনুষ্ঠান চলাকালে সকল ধর্মের প্রতি সম্মান রেখে অনুষ্ঠান পরিচালনা করা, নামাজ ও আযানের সময় মাইক/লাউড স্পিকার বাজানো হতে বিরত থাকা, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক প্রচার-প্রচারণা হতে সতর্ক/বিরত থাকা, রাস্তায় যান চলাচলের প্রতি দৃষ্টি রেখে জন্মাষ্টমী শোভাযাত্রা পরিচালনা করা, হ্যান্ড হেল্ড মেটাল ডিটেক্টর, আর্চওয়ে, সিসি ক্যামেরা স্থাপন করা, শোভাযাত্রার রুটসহ পূজা মন্ডপের সমস্ত কার্যক্রম ক্যামেরায় ধারণের ব্যবস্থা গ্রহণ করা ও আতশবাজি, পটকা, ফুটানো থেকে বিরত থাকতে হবে।

উল্লেখ্য, আগামী ১৮ আগস্ট ( বৃহস্পতিবার ) শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত হবে। প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এই উৎসব পালিত হয়।

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট