চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ব্যাংক কর্মকর্তার হারিয়ে যাওয়া টাকা ফিরিয়ে দিল পুলিশ

নিজস্ব প্রতিবেদক

৮ আগস্ট, ২০২২ | ৪:২৮ অপরাহ্ণ

চট্টগ্রামে এক ব্যাংক কর্মকর্তার হারিয়ে যাওয়া নগদ ২২ হাজার টাকা উদ্ধার করেছে কোতোয়ালী থানা পুলিশ। শুক্রবার (৫ আগস্ট) রাতে এসব টাকা উদ্ধার করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, ‘সুই থুই চিং রোয়াজা রাঙামাটি জেলার বাসিন্দা। তিনি সোনালী ব্যাংকের অফিসার হিসেবে কর্মরত আছেন। গত ৫ আগস্ট অসুস্থ স্ত্রীকে নিয়ে রাঙ্গামাটি থেকে ঢাকায় যাচ্ছিলেন চিকিৎসার জন্য। বিকেল পাঁচটায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা। কিন্তু ভুলবশত সিএনজিচালিত অটোরিকশায় একটি ব্যাগ ফেলে নেমে যান তিনি।’

ব্যাগের মধ্যে ছিল ২২ হাজার টাকা, অগ্রণী ব্যাংকের ৩টি চেক, সোনালী ব্যাংকের সই করা ৭টি চেক, একটি ডেল ব্র্যান্ডের ল্যাপটপ, সানগ্লাসসহ কিছু গুরুত্বপূর্ণ কাগজ। পরে ওই ব্যাগ খুঁজতে গিয়ে ট্রেন মিস করেন তিনি। অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে কোতোয়ালি থানায় একটি জিডি করে রাতের বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

তিনি আরও বলেন, ‘জিডির পর ‘আইস অব সিএমপি’র মাধ্যমে প্রাইভেট আইপি বেজড্ সার্স, জিআইএস ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে গাড়ির নম্বর শনাক্ত করে পুলিশ এবং ‘আমার গাড়ি নিরাপদ’ ডাটাবেজের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে মালামালগুলো উদ্ধার করা হয়। পরে তাকে সেসব মালামাল ফিরিয়ে দেওয়া হয়।’

ব্যাংক কর্মকর্তা সুই থুই চিং রোয়াজা জানায়, সীতাকুণ্ড পর্যন্ত পৌঁছোতেই কোতোয়ালি থানা থেকে ফোন পেয়ে উচ্ছ্বসিত হয়ে পড়ি। বন্ধুর পরামর্শের জিডি করেছিলাম কিন্তু জিনিসগুলো যে আসলেই ফেরত পাব এটা কখনো ভাবিনি।’

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট