চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পণ্য পরিবহন মালিক ফেডারেশনের সভা

বিজ্ঞপ্তি

৭ আগস্ট, ২০২২ | ১:৩৪ অপরাহ্ণ

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, টায়ার টিউব ও যন্ত্রাংশের মূল্য বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রাম বিভাগীয় পণ্য পরিবহন মালিক ফেডারেশনের এক জরুরি সভা গত শনিবার সংগঠনের সভাপতি মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে ফেডারেশনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন মহাসচিব নুরুল আফসার, কার্যকরী সভাপতি মো. বক্কর সিদ্দিক, অতিরিক্ত মহাসচিব আজিজুল হক, অতিরিক্ত সহমহাসচিব কে এম মহিউদ্দিন, আব্দুল মান্নান মান্না, মোহাম্মদ জসিম উদ্দিন ভূঁইয়া, মোহাম্মদ সালেহ আহমেদ, আনোয়ার হোসেন পাশা, শাহাদাত হোসেন, মাস্টার আবুল কাশেম, নজরুল ইসলাম দুলাল, মোহাম্মদ মিলন, মো. ফেরদৌস জামান মুকুল, মোহাম্মদ ইউসুফ, মো. রবিউল ইসলাম প্রমুখ।

সভায় নেতৃবৃন্দ বলেন, দেশ স্বাধীন হওয়ার পর ৪০ বছরের মধ্যে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নজিরবিহীন। এতে আমরা পরিবহন মালিকরা দিশেহারা।

বক্তারা বলেন, টায়ার টিউব ও যন্ত্রাংশের মূল্য বৃদ্ধিকে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে না পারলে পরিবহন ব্যবসা অচিরেই শেষ হয়ে যাবে। এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়ে বক্তারা আগামীতে পরিবহন শিল্পকে রক্ষার জন্য সরকারের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।

 

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট