চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জসিম উদ্দিনের নামাজে জানাজা সম্পন্ন

কাপ্তাই সংবাদদাতা

৭ আগস্ট, ২০২২ | ১১:০৯ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. জসিম উদ্দিন মজুমদারের (৫১) নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ আগস্ট) রাত ৯টায় কাপ্তাই ইউনিয়নের নতুন বাজার সংলগ্ন বিদ্যালয় প্রাঙ্গণে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে বিকেল পৌনে ৫টায় চট্টগ্রাম নগরীর সার্জিস্কোপ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান।

মরহুম শিক্ষক জসিম উদ্দিন মজুমদারের ছেলে মুনতাসির মাহমুদ রাকিব বলেন, আমার বাবা ক্যান্সার, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। আজ রবিবার রাত ৯টায় তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। বাবাকে আমাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার লাকসামে দ্বিতীয় নামাজে জানাজা শেষে দাফন করার প্রস্তুতি চলছে। কিছুক্ষণের মধ্যেই আমরা গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হব।

প্রথম নামাজে জানাজার ইমামতি করেন বাইতুল ইলাহ শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আতিকুর রহমান। নামাজে জানাজায় সহস্রাধিক মানুষ অংশ নেন।

কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেন জানান, শিক্ষক জসিম উদ্দিন একজন সৎ, আদর্শবান এবং সাদামনের শিক্ষক ছিলেন। তাঁর মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, অভিভাবক, স্কুল কমিটিসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

 

পূর্বকোণ/কবির/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট