চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সীতাকুণ্ড ইকোপার্কে ১১ অজগরের বাচ্চা অবমুক্ত

সীতাকুণ্ড সংবাদদাতা

৭ আগস্ট, ২০২২ | ৪:২৮ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ড ইকোপার্ক ও বোটানিক্যাল গার্ডেনে ১১টি অজগরের বাচ্চা অবমুক্ত করা হয়েছে। এনিয়ে সীতাকুণ্ড ইকোপার্কে তিন দফায় মোট ৬৭টি অজগর অবমুক্ত করা হয়।

রবিবার (৭ আগস্ট) বেলা ১টায় সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম ও চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ডাক্তার শাহাদাত হোসেন শুভ অজগর অজগরগুলোকে অবমুক্ত করেন।

সংশ্লিষ্টরা জানান, অজগর ছানাগুলো চট্টগ্রাম চিড়িয়াখানায় জন্ম নেয়। কিন্তু সেগুলো লালন পালনের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে সীতাকুণ্ড ইকোপার্কে অবমুক্ত করার নির্দেশনা দেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। তার নির্দেশনা অনুযায়ী আজ রবিবার সকালে অজগরগুলো সীতাকুণ্ড ইকোপার্ক ও বোটানিক্যাল গার্ডেনে অবমুক্ত করা হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন সীতাকুণ্ডের সহকারী কমিশনার ভূমি মো. আশরাফুল আলম, ইকোপার্কের রেঞ্জার আলাউদ্দিন ও রেঞ্জার অসীম দাস।

প্রসঙ্গত, এ নিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় জন্ম নেওয়া মোট ৬৭টি অজগর ছানা সীতাকুণ্ড ইকোপার্কে অবমুক্ত করা হয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট