চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

আনোয়ারায় ইআরটি সদস্যদের প্রশিক্ষণ

নিজস্ব সংবাদদাতা, আনোয়ারা

৭ আগস্ট, ২০১৯ | ১২:৪৯ পূর্বাহ্ণ

বন্যহাতি আক্রমণ প্রতিরোধে আনোয়ারায় ইআরটি সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের উদ্যোগে বৈরাগ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা আবু নাছের মো. ইয়াছিন নেওয়াজ। ইউপি চেয়ারম্যান মো. সোলায়মানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. রায়হান সরকার। বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী জলদী রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান ও বাঁশখালী নাপোড়া বিট কর্মকর্তা আব্দুর রউফ। কর্মশালায় ৬০ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রধান অতিথি ইয়াছিন নেওয়াজ বলেন, প্রশিক্ষণের মাধ্যমে বন্যহাতি প্রতিরোধে ইআরটি সদস্যদের দক্ষতা বৃদ্ধি পাবে। প্রজেক্টরের মাধ্যমে হাতি তাড়ানোর কৌশলসহ জনগণের জানমাল রক্ষায় কীভাবে ভূমিকা রাখা যায় সে বিষয়ে অবগত হতে পারবে ইআরটি সদস্যরা। তিনি বলেন, আনোয়ারা উপজেলায় ৬টি ইআরটি কমিটি গঠন করা হয়েছে। ভবিষ্যতে এটি আরো বাড়বে। আমরা স্বেচ্ছাসেবকদের সংখ্যাও বাড়ানোর চেষ্টা চালাব।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট