চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

কোস্টগার্ডের অভিযান সন্দ্বীপে ৬০ হাজার মিটার জাল আটক

নিজস্ব সংবাদদাতা, সন্দ্বীপ

৭ আগস্ট, ২০১৯ | ১২:৪৯ পূর্বাহ্ণ

সন্দ্বীপের সাগর উপকূল থেকে কোস্টগার্ড অভিযান চালিয়ে প্রায় ৬০ হাজার মিটার অবৈধ চরঘেরাও জাল আটক করেছে। গত ৪ আগস্ট দুপুর থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে এগুলো আটক করা হয়।
সারিকাইত কোস্টগার্ড কন্টিনজেন্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সন্দ্বীপের চারপাশে অবৈধভাবে তৈরি চরঘেরাও জাল বসিয়ে একটি চক্র মাছ শিকার করছিল। জালগুলোর ফাঁদ ৪.৫ সেন্টিমিটারের অনেক কম হওয়ায় সেখানে প্রতিনিয়ত পোনা জাতীয় মাছ ধরা পড়ছে। এমন তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড মগধরা ইউনিয়নের দক্ষিণে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পেয়ে চরে পেতে রাখা প্রায় ৬০ হাজার মিটার জাল উদ্ধার করা হয়। ২০ হাজার মিটার জাল থানায় জমা দিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। বাকি প্রায় ৪০ হাজার মিটার জাল ৫ আগস্ট সন্ধ্যায় সারিকাইত ইউনিয়ন পরিষদ ভবনের সামনে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলা হয়।
কোস্টগার্ডের সারিকাইত কন্টিনজেন্ট কমান্ডার মো. রিপন মিয়া জানান, আইন না মেনে তৈরি করা চরঘেরাও জাল দিয়ে অবৈধভাবে মাছ শিকারে ব্যবহৃত প্রায় ৬০ হাজার মিটার অবৈধ চরঘেরাও জাল আটক করে ২০ হাজার মিটার দিয়ে থানায় অভিযোগ করা হয়েছে এবং বাকি জাল আগুনে পোড়ানো হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট