চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সামাজিক বনায়নের চেক বিতরণ লামায়

নিজস্ব সংবাদদাতা, লামা

৭ আগস্ট, ২০১৯ | ১২:৪৯ পূর্বাহ্ণ

বান্দরবানের লামা বন বিভাগের সদর রেঞ্জের আওতাধীন বমু বিটে ২০০৫-০৬ আর্থিক সালে সৃজিত সামাজিক বনায়নের লভ্যাংশের ৮ লক্ষ ৫৫ হাজার ২২৫ টাকার চেক বিতরণ করা হয়েছে।
বনায়নের ১৯ জন উপকারভোগীর মধ্যে ৪ আগস্ট দুপুরে এ লভ্যাংশের চেক বিতরণ করা হয়। এ উপলক্ষে বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন লামা সদর রেঞ্জ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন খান, বুম বিট কর্মকর্তা আহসান উল্লাহ ভূঁইয়া, বন বিভাগের অফিস সহকারী কাজী গোলাম সরোয়ার, বাগান ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ ইসমাইল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিক।
এ সময় বিভাগীয় বন কর্মকর্তা কামাল উদ্দিন আহমেদ উপকারভোগীদের উদ্দেশে বলেন, একটি গাছের বিভিন্ন অংশ মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কাজে লাগে। সন্তান বড় হয়ে মা-বাবার সাথে বেইমানি করতে পারে, কিন্তু একটি গাছ কখনো বেইমানি করে না। তাই সবাইকে বেশি বেশি করে গাছ লাগানোর পাশাপাশি প্রাপ্ত লভ্যাংশের টাকা সঠিকভাবে ব্যবহার করে নিজেদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট