চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

৬ আগস্ট, ২০২২ | ৫:২৫ অপরাহ্ণ

দেশে সকল প্রকার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে বাসসহ গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক সমিতি।

শনিবার (৬ আগস্ট) দুপুর দেড়টার দিকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন।

তিনি বলেন, ‌‘হুট করে তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেওয়ায় আমরা বেকায়দায় পড়েছি। এজন্য গণপরিবহনের ভাড়া সমন্বয়ের দাবিতে আমরা ধর্মঘট ডেকেছিলাম। আজ বিকেলে যেহেতু বিআরটিএর গণপরিবহন ভাড়া নির্ধারণ বিষয়ক সমন্বয় কমিটি সভা ডেকেছে, তাই আমরা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি।’

এর আগে গতকাল শুক্রবার রাতে হঠাৎ করেই সব ধরনের জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর গণপরিবহনের ভাড়া পুনঃনির্ধারণ হওয়ায় শনিবার থেকে নগরে বাস না চালানোর ঘোষণা দিয়েছিল বাস মালিকদের সংগঠন। এর ফলে বাসসহ সকল প্রকার গণপরিবহন বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়ে চট্টগ্রামের মানুষ।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট