চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

কাপ্তাই হ্রদে অবৈধভাবে মৎস্য আহরণ, জব্দ নৌকা-জাল নিলামে বিক্রয়

কাপ্তাই সংবাদদাতা

৫ আগস্ট, ২০২২ | ৫:৪৮ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই হ্রদে অবৈধভাবে মৎস্য আহরণকালে জব্দকৃত নৌকা ও জাল ১ লাখ ১০ হাজার ৯৯২ টাকায় নিলামে বিক্রয় করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) বেলা ১১টায় জব্দকৃত এসব মালামাল নিলামে বিক্রি করে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) কাপ্তাই উপকেন্দ্র।

বিষয়টি নিশ্চিত করেন কাপ্তাই বিএফডিসি উপকেন্দ্রের প্রধান মাসুদ আলম। পূর্বকোণকে তিনি বলেন, কাপ্তাই হ্রদে মাছ প্রজননের জন্য তিনমাস ১৫ দিন সকল ধরনের মাছ শিকার, আহরণ ও বিক্রয়ে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। কিন্তু নিষেধাজ্ঞাকালে কিছু অসাধু মৎস্যশিকারী হ্রদে অবৈধভাবে মাছ শিকার করে। এসময় অভিযান চালিয়ে ১৯টি নৌকা, ১টি ইঞ্জিন বোট, ৩টি মাছ ধরার বড়শি ও ২ হাজার মিটার জাল জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামাল নিলামে ১ লাখ ১০ হাজার ৯৯২ টাকায় বিক্রয় করা হয়েছে।

এসময় রাঙামাটির বিএফডিসি ব্যবস্থাপক লে. কমান্ডার তৌহিদুল ইসলাম, কাপ্তাই উপকেন্দ্র প্রধান মো. মাসুদ আলম ও নৌ পুলিশ উপ পরিদর্শক মো. আশরাফুল উপস্থিত ছিলেন।

 

পূর্বকোণ/কবির/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট