চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

চেক প্রতারণার মামলায় ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

৬ আগস্ট, ২০১৯ | ৮:০৯ অপরাহ্ণ

চেক প্রতারণার মামলায় জাহিদ হোসেন মিঞা (৬৫) নামে এক ব্যবসায়ীকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করেছে ডবলমুরিং থানা পুলিশ।

আজ মঙ্গলবার (৬ আগস্ট) সকাল ১০টায় তাকে চট্টগ্রামে নিয়ে আসা হয়।

তার বিরুদ্ধে শুধু নগরীর পাঁচলাইশ থানায় সাজাপ্রাপ্ত ১২টি মামলাসহ ৩৫টি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত জাহিদ চট্টগ্রামের হাটহাজারী থানার খন্দকিয়া, নজু মিয়া সওদাগর বাড়ীর মোহাম্মদ ইব্রাহীম মিঞার পুত্র। তার নামে ডবলমুরিংসহ বিভিন্ন থানায় ৪৮টি মামলা রয়েছে। যার মধ্যে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে ৩৬টি।

সাজাপ্রাপ্ত আসামী জাহিদ মিঞা একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর, প্রোপাইটর এবং ডিস্ট্রিবিউটর ছিলেন।

জানতে চাইলে তদন্তকারী কর্মকর্তা ডবলমুরিং থানার এসআই মোস্তাফিজুর রহমান পূর্বকোণকে বলেন, সকাল ১০টায় রাজধানীর গুলশান এলাকা থেকে আসামী জাহিদ হোসেন মিঞাকে গ্রেপ্তার করে চট্টগ্রামে নিয়ে আসা হয়। এরপর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

তদন্তকারী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান আরও জানান, জাহিদ হোসেনের বিরুদ্ধে শুধু পাঁচলাইশ থানায় ৩৫টি মামলা রয়েছে। যার প্রায় সবগুলোই চেক প্রতারণার। তাকে গ্রেপ্তারের পর নগরীর বিভিন্ন থানা থেকে আরও মামলার খবর পাওয়া যাচ্ছে। এ পর্যন্ত যা তথ্য পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে, প্রায় পাঁচশ কোটি টাকার চেক প্রতারণার অভিযোগ রয়েছে জাহিদ হোসেনের বিরুদ্ধে। এসব ব্যাপারে তদন্ত চলছে, জানান এসআই মোস্তাফিজুর রহমান।

 

 

 

পূর্বকোণ/ময়মী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট