৪ আগস্ট, ২০২২ | ১০:৪১ অপরাহ্ণ
বান্দরবান সংবাদদাতা
বান্দরবানে জুম চাষী নুশৈমং মারমা হত্যা মামলায় হ্লাসিংমং মারমা নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। তিনি রুমা উপজেলার ক্যঅং প্রু মারমার ছেলে।
বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকালে জেলার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আবু হানিফ এ রায় দেন।
আদালত জানান, ২০১৭ সালের ২৬ জুলাই পূর্ব শত্রুতার জেরে ওই জুম চাষীকে হত্যা করে হ্লাচিংমং মারমা। এ ঘটনায় নিহতের ভাই বাদি হয়ে চারজনের নামে মামলা করেন। আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
পূর্বকোণ/এএস/এএইচ