চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

পানির দাম ইউনিটপ্রতি ৫ টাকা বাড়াচ্ছে ওয়াসা

নিজস্ব প্রতিবেদক

৪ আগস্ট, ২০২২ | ২:৫৪ অপরাহ্ণ

অক্টোবর থেকে বাড়ছে চট্টগ্রাম ওয়াসা পানির দাম। আবাসিকে প্রতি ইউনিটে (এক হাজার লিটার) ৫ টাকা ও বাণিজ্যিকে ৫ টাকা ১৮ পয়সা দাম বাড়ানো হচ্ছে বলে জানিয়েছে ওয়াসা কর্তৃপক্ষ। এর আগে গত জানুয়ারি মাসে পানির দাম বাড়ানো হয়। বর্তমানে ওয়াসার আবাসিক গ্রাহক সংযোগ ৭৮ হাজার ৫৪২টি ও বাণিজ্যিক সংযোগ ৭ হাজার ৭৬৭টি।

ওয়াসা সূত্র জানায়, প্রতি ইউনিট পানির জন্য আবাসিক গ্রাহকদের ১৩ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ১৮ টাকা ও বাণিজ্যিক গ্রাহকদের ৩১ টাকা ৮২ পয়সা থেকে বেড়ে ৩৭ টাকা দিতে হবে। অর্থাৎ আবাসিকে পানির দাম ৩৮ শতাংশ এবং বাণিজ্যিকে ১৬ শতাংশ বাড়ছে।

জানতে চাইলে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ দৈনিক পূর্বকোণকে বলেন, ‘করোনার কারণে গত দুই বছর পানির দাম বাড়ানো হয়নি। এর মধ্যে পানির উৎপাদন খরচ বেড়ে গেছে। ২০২৩ সাল থেকে ঋণের টাকাও পরিশোধ করতে হবে। তাই পানির দাম বাড়াতে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন দিলে এটি আগামী অক্টোবর থেকে কার্যকর হবে।’

 

পূর্বকোণ/আর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট