চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

রাত ৮টার পর দোকান খোলা, কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের নোটিশ

নিজস্ব প্রতিবেদক

২ আগস্ট, ২০২২ | ৮:৪৬ অপরাহ্ণ

বিশ্বব্যাপী জ্বালানির অব্যাহত মূল্যবৃদ্ধির কারণে বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা অমান্যকারীদের নোটিশ পাঠিয়ে সতর্ক করছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর । মঙ্গলবার (২ আগস্ট) চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকার ব্যবসায়ীদের সূত্রে এই তথ্য জানা গেছে।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর চট্টগ্রাম অফিসের শ্রম পরিদর্শক (সাধারণ)  লিপন আহমেদ বলেন, আমরা চট্টগ্রাম অফিসের শ্রম পরিদর্শকগণ নগরীর প্রতিটি ওয়ার্ডে আমাদের উপ মহাপরিদর্শক আব্দুল্লাহ আল সাকিব মুবারাত স্যারের নির্দেশে কাজ করছি। যারা আইন অমান্য করে রাত ৮টার পরও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখছে তাদের নোটিশ পাঠিয়ে সতর্ক করা হচ্ছে । তারপরও যারা একই কাজ করবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। 

নাম প্রকাশে অনিচ্ছুক বহদ্দারহাট মোড় এলাকার এক ব্যবসায়ী বলেন, এমনিতেই ব্যবসায় মন্দা চলছে। সারাদেশে জিনিসপত্রে দাম বাড়তি। রাত আটটায় বন্ধ করে দিলে আনুপাতিক হারে ব্যবসা কমে যাবে। সংসার চলবে কী করে। তারপরও সরকারের নির্দেশনা তো মানতে হবে। আজ থেকে ৮টার পর বন্ধ করে দিবো।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট