২ আগস্ট, ২০২২ | ১২:০২ পূর্বাহ্ণ
কক্সবাজার সংবাদদাতা
কক্সবাজার শহরের কলাতলীর ওয়ার্ল্ড বিচ নামে একটি হোটেলে গলায় ফাঁস লাগিয়ে সৌরভ সিকদার (৩২) নামে এক পর্যটক আত্মহত্যা করেছে। নিহত সৌরভ ঢাকার পান্থপথ এলাকার বাসিন্দা।
সোমবার (১ জুলাই) রাত ৮ টায় ওই হোটেলের ৭১৭ নাম্বার কক্ষে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনিরুল গিয়াস বলেন, লাশ উদ্ধার নিয়ে কাজ চলছে। এ বিষয়ে পরে জানানো হবে।
হোটেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সৌরভ সিকদার ও তার স্ত্রী আনিকা তাসনিম গত ১৬ জুলাই থেকে এই হোটেলে অবস্থান করছিলেন।
পূর্বকোণ/আরাফাত/মামুন/পারভেজ