চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

পিডিবির ভ্রাম্যমাণ আদালত পটিয়ায় ৭ লাখ টাকা জরিমানা ১০ গ্রাহকের বিরুদ্ধে মামলা

নিজস্ব সংবাদদাতা

৬ আগস্ট, ২০১৯ | ১:৫৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ বিদ্যুৎ বিতরণ বিভাগ পটিয়া পৌরসভা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে অবৈধ সংযোগের কারণে ৬ লক্ষ ৯৫ হাজার টাকা আদায় করা হয়েছে। গতকাল সোমবার বিদ্যুৎ আদালত চট্টগ্রাম (দক্ষিণ) এর ম্যাজিস্ট্রেট আইরিন পারভীন পটিয়া পৌরসভার ওয়াপদা রোড, পাইকপাড়া, মাঝেরঘাটা ও বাহুলী এলাকায় অভিযান চালিয়ে এ টাকা আদায় করেন। বকেয়া বিল পরিশোধ না করায় ১০ জন গ্রাহকের বিরুদ্ধে এ সময় মামলা দায়ের করা হয়েছে। অভিযানকালে উপস্থিত ছিলেন পটিয়া বিদ্যুৎ বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, জাকের সরোয়ার খান, প্রণব আচার্য প্রমুখ।
এ ব্যাপারে পটিয়া বিদ্যুৎ বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী জাকের সরোয়ার খান জানান, অবৈধ বিদ্যুৎ সংযোগকারী ১০ জন গ্রাহককে ৬ লক্ষ ৯৫ হাজার টাকা জরিমানা এবং একজন গ্রাহকের কাছ থেকে নগদ বকেয়া বিল ৬৮ হাজার ৮৫৭ টাকা আদায় করা হয়েছে। আরো ১০ জন গ্রাহকের নিকট ৬ লাখ ৭৫ হাজার ৫৭ টাকা বকেয়া বিল রয়েছে। তাদের বিরুদ্ধে বিদ্যুৎ আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট