চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পটিয়ায় তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

নিজস্ব সংবাদদাতা

৬ আগস্ট, ২০১৯ | ১:৩৭ পূর্বাহ্ণ

পটিয়া পৌরসদরে একই রাতে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে সংঘবদ্ধ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দোকানের গুরুত্বপূর্ণ জিনিসপত্র ও নগদ টাকা লুট করে নিয়ে যায় চোরের দল। গত রবিবার গভীর রাতে পটিয়া পৌরসদরের বিওসি রোডে এ ঘটনা ঘটে। চোরের দল দোকানের গ্রিল কেটে ও তালা ভেঙ্গে এ চুরি সংঘটিত করে। ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো মেসার্স গাউছিয়া সেনেটারি, ইউছুফ ট্রেডিং, ও একটি সিমেন্ট এর দোকান রয়েছে।
সংঘবদ্ধ চোরের দল গাউছিয়া সেনেটারি থেকে আনুমানিক ৫০ হাজার টাকার মূল্যবান জিনিসপত্র, ইউছুপ ট্রেডিং থেকে ১০/১৫ হাজার নগদ টাকা ও ৫টি চাউলের বস্তা এবং সিমেন্টর দোকানের কাটের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকলেও মালামাল না থাকায় কিছু নিতে পারেনি বলে ব্যবসায়ীরা দাবী করেন। তবে এ রাস্তায় ব্যবসায়ীদের কোন নাইটগার্ড না থাকায় আরো অনেক বার চুরির ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। এ বিষয়ে গাউছিয়া সেনেটারির মালিক আবু নোমান মুহাম্মদ নাছিম হায়দার জানান, আমাদের দোকানে এর আগেও চুরির ঘটনা ঘটেছিল। এ ঘটনায় থানায় অভিযোগ করলেও পুলিশ কোন মালামাল উদ্ধার ও আসামি গ্রেপ্তার করতে না পারায় এবার আর কোন অভিযোগ করা হয়নি। এ বিষয়ে জানতে চাইলে পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানান, চুরির ঘটনা সম্পর্কে থানায় কোন অভিযোগ দেয়া হয়নি। গত তিন মাস আগে স্থানীয়দের সহায়তায় সিসি ক্যামরার ফুটেজ দেখে দুইজন চোর ধরা পড়েছিল। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট