চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

চিকিৎসা ব্যয় চালাতে আর্থিক সহায়তা কামনা স্বামীর

রাউজানে পুত্রের মৃত্যুর ক’দিন পরই মায়ের ধরা পড়লো ক্যান্সার

নিজস্ব সংবাদদাতা

৬ আগস্ট, ২০১৯ | ১:৩৭ পূর্বাহ্ণ

একমাত্র পুত্র সন্তান নবাব হোসেন নাবিন মারা গেছে প্রায় তিনমাস আগে। তার মৃত্যুর ৪-৫ দিনের মধ্যে আবারো পরিবারটিতে আসে দুঃসংবাদ। তার মায়ের ব্রেস্ট ক্যান্সার। এরপর চিকিৎসা, থেরাপী, ওষুধসহ নানা খরচ। এসব খরচ বহন করতে করতে ধীরে ধীরে নিঃস্ব হয়ে যাচ্ছেন রাউজানের ডাবুয়া ইউনিয়নের হিঙ্গলা গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহাদাত হোসেন টিপু।
তিনি জানান, প্রায় তিনমাস আগে ছেলে মারা যাওয়ার পর ৪-৫ দিনের মাথায় তার স্ত্রী পারভিন আকতার অসুস্থ হয়ে পড়েন। এরপর চিকিৎসকরা জানান, তার ব্রেস্ট ক্যান্সার ধরা পড়েছে। এ ক্যান্সার এখন তার শরীরের বিভিন্নস্থানে ছড়িয়ে পড়েছে। প্রতি ২১ দিনের ব্যবধানে তাকে কেমোথেরাপি দিতে হচ্ছে। চিকিৎসায় ব্যয় করতে খরচ হচ্ছে প্রচুর অর্থ। স্ত্রীর চিকিৎসার ব্যয়ে ঘরের গবাদি পশুসহ নানা কিছু বিক্রি করে তিনি এখন প্রায় নিঃস্ব। নিরুপায় শাহাদাত এখন সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেছেন। আর্থিক সহযোগিতা পাঠানোর ঠিকানা ঃ মো. শাহাদাত হোসেন, এসবি একাউন্ট নম্বর ২১৬৩২১৫০০৬৭২৫, প্রাইম ব্যাংক, রাউজান শাখা। বিকাশ নম্বর ০১৮৬৪১৯৭৫৩০।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট