চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মানিকছড়িতে চিরনিদ্রায় মুক্তিযোদ্ধা সুরুজ মিয়া

মানিকছড়ি সংবাদদাতা

৩১ জুলাই, ২০২২ | ১১:৩২ অপরাহ্ণ

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন মানিকছড়ি উপজেলাধীন একসত্যাপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা মো. সুরুজ মিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

রবিবার (৩১ জুলাই) সকাল ১১টায় উপজেলার একসত্যাপাড়া এলাকার তার নিজ বাড়ির সামনেই উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী ও অফিসার ইনচার্জ মো. শাহানূর আলমের উপস্থিতিতে খাগড়াছড়ি পুলিশ লাইনের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। প্রথমে তাঁর মরদেহে জাতীয় পতাকা ও ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মা-বাবার পাশে তাকে দাফন করা হয়।

এ সময় মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদনী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. শফিউল আলম চৌধুরীসহ বিভিন্ন শ্রেণিপেশার অসংখ্য মানুষ তার জানাজায় অংশগ্রহণ নেন।

গত (৩০ জুলাই) শনিবার বার্ধক্য জনিত কারণে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শ্বাসকষ্ট ও বুকের ব্যাথা নিয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই বীর মুক্তিযোদ্ধা। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী, ৯ ছেলে, ৩ মেয়ে নাতি-নাতনিসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন।

 

পূর্বকোণ/ইসমাইল/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট