চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

আমিরাতে বন্যায় প্রাণ হারাল চট্টগ্রামের যুবক

ইউএই প্রতিনিধি

৩০ জুলাই, ২০২২ | ১:১৮ অপরাহ্ণ

সংযুক্ত আরব আমিরাতে ভারি বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় ভেসে গিয়ে সৈয়দ মোহাম্মদ সাজ্জাদ (৩৫) নামে চট্টগ্রামের এক যুবকের মৃত্যু হয়েছে। সাজ্জাদ বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ছনদণ্ডী গ্রামের সৈয়দ মোহাম্মদ ফরিদের ছেলে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সেদেশের স্থানীয় সময় আনুমানিক ভোর ৬টায় এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সাজ্জাদের বড়ভাই সৈয়দ মো. মোরশেদ ও প্রতিবেশী সৈয়দ ফয়েজ আহমদ।

জানা গেছে, বুধবার সকাল থেকে ভারি বৃষ্টিপাত হয়। বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় ফুজাইরাহ শহরের বেড়িবাঁধ ভেঙে তীব্র স্রোতের সৃষ্টি হয়। এ সময় সাজ্জাদ দুই সহকর্মীর সঙ্গে একটি কাজ সেরে ফেরার পথে পানির স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হন। তবে অন্য দু’জন কোনমতে তাদের আত্মরক্ষা করেন। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যা ৭টার দিকে ঘটনাস্থল থেকে আধা কিলোমিটার দূরে তার লাশ পাওয়া যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ফুজাইরাহ হাসপাতালের হিমঘরে পাঠিয়ে দেয়।

নিহত সাজ্জাদ ১৪ বছর ধরে আমিরাত প্রবাসী ছিলেন। তিনি সানাইয়ার আব্দুল করিম অটোওয়ার্কশপে লেদ মেশিনের ফোরম্যান হিসেবে কর্মরত ছিলেন। তার স্ত্রী বর্তমানে ভ্রমণ ভিসায় ফুজাইরায় অবস্থান করছেন। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে লাশ দেশে পাঠানো হবে বলে জানা গেছে।

 

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট