চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি

সীতাকুণ্ডের কনটেইনার ডিপোর পরিচালকের বিরুদ্ধে মামলা

সীতাকুণ্ড সংবাদদাতা

২৯ জুলাই, ২০২২ | ১২:২০ পূর্বাহ্ণ

মিথ্যা ঘোষণায় চট্টগ্রাম বন্দর দিয়ে নিষিদ্ধ পণ্য আমদানি করায় সীতাকুণ্ডের কুমিরার নেমসান কনটেইনার ডিপোর বিরুদ্ধে মামলা দায়ের করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে মামলাটি দায়ের করেন সহকারী রাজস্ব কর্মকর্তা মো. আনিসুর রহমান।

মামলায় ওই ডিপোর পরিচালক দিলারা বেগমকে আসামি করা হয়েছে। তিনি ঢাকা জেলার গেন্ডারিয়া থানার মুরাদপুর এলাকার মো. আবুল কালামের মেয়ে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বাদী চট্টগ্রাম কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা আনিছুর রহমান জানান, মিথ্যা ঘোষণায় চীন থেকে সোডিয়াম সাইক্লোমেট ও ক্যালসিয়াম কার্বনেটের চালানের ওই কনটেইনারটি চট্টগ্রাম বন্দরে আনা হয়। পরবর্তীতে তারা মিথ্যা ঘোষণায় আনা কনটেইনার ভর্তি ওই পণ্য খালাসের চেষ্টা করেন। কাস্টমস হাউসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) টিমের সহায়তায় পরীক্ষার পর কনটেইনারের ভেতরে থাকা ৭৪৮ বস্তায় সোডিয়াম সাইক্লোমেট ও ৪০ বস্তা ক্যালসিয়াম কার্বোনেট পাওয়া যায়। যা আমদানি নিষিদ্ধ। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে কর্তৃপক্ষের নির্দেশে মিথ্যা ঘোষণায় আমদানি করা এসব পণ্য আটকের পাশাপাশি দোষীদের শান্তি নিশ্চিতে মামলাটি দায়ের করে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, নেমসান কনটেইনার লিমিটেড মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি নিষিদ্ধ পণ্য এনেছে বলে কাস্টমস কর্তৃপক্ষ নিশ্চিত হওয়ার পর তারা মামলা দায়ের করেছেন। আসামির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পূর্বকোণ/সৌমিত্র/মামুন/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট