২৭ জুলাই, ২০২২ | ৯:৫৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম আদালত ভবনে মামলার হাজিরা দিতে এসে আদালত প্রাঙ্গণে বাদী ও বিবাদীদের মধ্যে মারামারির ঘটনায় ৩ জন আহত হয়েছে। বুধবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম আদালত ভবনে এ ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর সাড়ে ১২ টার দিকে চমেক হাসপাতালে ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে আহতদের আনা হলে চিকিৎসক ২৫ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন।
আহতরা হলেন : বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকার মো. রবিন (২৬), হাসান (২৪) ও নগরের বায়েজিদ বোস্তামী এলাকার জানে আলম (৩২)।
পূর্বকোণ/রাজীব/পারভেজ