চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

কক্সবাজারে নদী রক্ষাবিষয়ক সভা

নিজস্ব সংবাদদাতা, কক্সবাজার

৬ আগস্ট, ২০১৯ | ১:৩৭ পূর্বাহ্ণ

কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম মিলনায়তনে নদী রক্ষাবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে গত ৪ আগস্ট।
জেলা প্রশাসক মো. কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার। বক্তব্য রাখেন জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বক্ষনিক কর্মকর্তা মো. আলাউদ্দিন, জেলা আ.লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, মুক্তিযোদ্ধা মো. শাহজাহান, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, এনজিও কর্মকর্তা আবু মোর্শেদ চৌধুরী খোকা, কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি সাংবাদিক দীপক শর্মা দীপ প্রমুখ। সভায় বক্তারা বলেন, নদী জনগণের সম্পত্তি। নদী কেউ দখল করতে পারবে না। উন্নয়নের নামে ধ্বংস করা যাবে না নদীর পরিবেশ।
সভায় পানি উন্নয়ন বোর্ড, অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ, পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ, কক্সবাজার পৌরসভার প্রতিনিধি, বিভিন্ন ইউএনওসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট