২৪ জুলাই, ২০২২ | ৬:৩৮ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোডে পশ্চিম ব্রিজ এলাকায় এক নারীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৩ জুলাই) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনায় ভুক্তভোগীর শনাক্তমতে এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উল্লাহ আকবর জানান, আমরা খবর পেয়ে ভুক্তভোগীর শনাক্তমতে ‘ধর্ষণের’ মূলহোতা বাপ্পীকে গ্রেপ্তার করেছি।
এ ব্যাপারে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোডে পশ্চিম ব্রিজ এলাকায় এক নারী গণধর্ষণের শিকার হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, গতকাল রাতে গণধর্ষণের শিকার এক নারী হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসিতে) ভর্তি হয়েছেন। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
পূর্বকোণ/পিআর/পারভেজ