চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কারাগারের সামনে থেকে অপরহণ, উদ্ধার রাঙামাটিতে

নিজস্ব প্রতিবেদক

২০ জুলাই, ২০২২ | ১১:১৮ অপরাহ্ণ

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে মো. কামাল উদ্দিন (৩৫) নামের এক যুবককে অপহরণের ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ জুলাই) রাতে অপরহণ করা কামালকে অক্ষত অবস্থায় রাঙামাটি থেকে উদ্ধার করে কোতোয়ালী থানা পুলিশ। এসময় মামুন (২৫) ও বেলাল (২৫) নামে দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবির।

বুধবার (২০ জুলাই) সকাল ১১টার দিকে রাঙামাটির ইসলামপুর এলাকার দুর্গম পাহাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। অপহৃত কামাল বাঁশখালী উপজেলার কাজিরপাড়া গ্রামের মফিজুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে,  কামাল উদ্দিনকে সোমবার (১৮ জুলাই) রাতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে অপহরণ করা হয়। এ ঘটনায় সোমবার রাত ১২টায় থানায় মামলা করেন। এদিকে অপহরণকারীরা মোবাইল ফোনে ১৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে প্রযুক্তির সহায়তায় রাঙামাটি ইসলামপুর এলাকা থেকে ভিকটিমকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট