চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

গ্যাস সংকটে ফের সিইউএফএল’র উৎপাদন বন্ধ

আনোয়ারা সংবাদদাতা

২০ জুলাই, ২০২২ | ২:১০ পূর্বাহ্ণ

গ্যাস সংকটের কারণে মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা লিমিটেড (সিইউএফএল)-এর উৎপাদন ফের বন্ধ হয়ে গেছে। এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে এক সপ্তাহ বন্ধ থাকার পর গত রবিবার রাতে কারখানা চালু করা হয়েছিল।

তারও আগে দীর্ঘ আড়াই মাস বন্ধের পর চলতি বছরের ২০ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে সিইউএফএল-এর উৎপাদন শুরু হয়।

জানতে চাইলে কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আক্তারুজ্জামান বলেন, গ্যাসের চাপ কমে যাওয়ার কারণে সিইউএফএলের উৎপাদন বন্ধ রাখা হয়েছে।

সিইউএফএল সূত্র জানায়, কারখানার সার উৎপাদন বন্ধ থাকলে প্রতিদিন প্রায় পৌনে ২ কোটি টাকার বেশি লোকসান গুনতে হয়।

সিইউএফএল কর্তৃপক্ষ জানায়, কারখানাটি সচল থাকলে দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন সার উৎপাদন করা সম্ভব হয়। সর্বশেষ উৎপাদন হয়েছে ১০০০ থেকে ১২শ মেট্রিক টন।

 

পূর্বকোণ/সুমন/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট